করোনায় মৃত্যু ২৩, শনাক্ত ১৪৯৩

করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও এক হাজার ৪৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ২৩ জন। গতকালের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুই-ই বেড়েছে আজ।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ তিন হাজার ৭৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৭৭৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ২০ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৩৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১২ দশমিক ০৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ, নারী চারজন। ২১ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, বাকি দুজনের বাড়িতে।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬১০ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।