করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্তের হার

করোনায় মৃত্যু বেড়েছে
ফাইল ছবি: প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে, তবে রোগী শনাক্তের হার কিছুটা কমেছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৬ জনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিল ২৯৩ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ১ দশমিক ৭৪। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৮৮।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের, আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৬ জন নারী। সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন। খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ সময় বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে কারও মৃত্যু হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। আগস্টের প্রথমদিকে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।