চট্টগ্রামে করোনা বাড়ছে
চট্টগ্রামে করোনা শনাক্ত আবারও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ৫ দশমিক ৬৮ শতাংশ। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শনাক্ত ৫ শতাংশ ছিল। এর পর থেকে শনাক্তের হার ধীরে ধীরে ১-এর নিচে নেমে আসে।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৭১৫। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ২৬ জনই নগরের বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।