চট্টগ্রামে টিকাকেন্দ্রে হট্টগোল, সড়ক অবরোধ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ টিকা নিতে ভিড় করেন মানুষ।
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে করোনার টিকার দ্বিতীয় ডোজের জন্য টিকাদান কেন্দ্রগুলোয় আজ রোববার সকাল থেকে মানুষ ভিড় করেছেন। কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় নগরের মেমন জেনারেল হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন টিকা নিতে আসা মানুষ। অবশ্য কিছুক্ষণ পরে পুলিশ এসে তাঁদের সড়ক থেকে তুলে দেয়।

একইভাবে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের টিকাকেন্দ্রেও সকাল থেকে নারী-পুরুষ টিকার জন্য ভিড় করেন। টিকার স্বল্পতার কারণে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। তারপরও মানুষ টিকার জন্য বাইরে ভিড় করছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ টিকা নিতে ভিড় করেন মানুষ।
ছবি: প্রথম আলো

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘টিকার সংকট রয়েছে। আজ দেওয়ার জন্য আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে ১০০ ভায়াল এনেছি। তাতে এক হাজার মানুষকে দেওয়া সম্ভব। কিন্তু যাঁদের মোবাইলে কোনো এসএমএস যায়নি, তাঁরাও টিকা নিতে ভিড় করেছেন। এখন আমি তো তাঁদের দিতে পারব না।’

জানা গেছে, এখন টিকার ঘাটতি থাকায় মুঠোফোনে এসএমএস ছাড়া দ্বিতীয় ডোজ না দেওয়ার নির্দেশনা দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তারপরও নগরের বিভিন্ন টিকাকেন্দ্রে সকাল থেকে এসএমএস না আসা মানুষও ভিড় করতে থাকেন। সিটি করপোরেশন মেমন জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে সকাল থেকে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতিও হয় কয়েক দফা। এ ছাড়া বেলা ১১টার দিকে টিকাকেন্দ্রে ঢুকতে না দিলে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করেন টিকা নিতে আসা মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘টিকার সংকট আছে। এখন রেশনিং করে দেওয়া হচ্ছে। যাঁদের এসএমএস যায়নি, তাঁদের টিকা দেওয়া সম্ভব নয়। এ নিয়ে কিছু মানুষ হট্টগোল শুরু করেছে। তাই আমাদের পুলিশ ডাকতে হয়েছে।’