চট্টগ্রামে পৌঁছেছে চীনের টিকা

ফাইল ছবি।

চীনের ৯১ হাজার ২০০ ডোজ করোনার (কোভিড-১৯) টিকা আজ শুক্রবার চট্টগ্রামে এসে পৌঁছেছে। সকাল সাতটায় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি তাঁর দপ্তরে টিকাগুলো গ্রহণ করেন।

এ সময় টিকা গ্রহণকারী দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনোফার্মের এই টিকাগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।

এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি।