চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১১.৫৬%

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫৬। সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এখন জাতীয় পর্যায়েও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৫৯৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৩৮। এ সময় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চট্টগ্রামে করোনা শনাক্ত ছিল ৫ শতাংশ। পরে শনাক্ত কমতে কমতে ১ শতাংশের নিচে নেমে এসেছিল। কিন্তু এখন তা আবার বাড়ছে।

সবশেষ ২৪ ঘণ্টায় জেলায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩০ জনই নগরের বাসিন্দা। বাকি একজন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৬৯।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৭০। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় প্রথম কারও মৃত্যু হয়।