ঝিনাইদহে করোনা হাসপাতালে ছয়জনের মৃত্যু, আক্রান্ত আরও ২৭৯

করোনাভাইরাস পরীক্ষার প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে জেলায় নতুন করে ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ৩৮ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ২৭৯ জনের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৫৪ জন রয়েছেন।

এ ছাড়া শৈলকুপায় ১৫ জন, হরিণাকুণ্ডুতে ১৮, কালীগঞ্জে ৪৯, কোটচাঁদপুরে ৩৫ ও মহেশপুরে ৮ জন শনাক্ত হয়ে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ১০৫।

জেলার মধ্যে মৃত্যুর হিসাবেও শীর্ষে রয়েছে সদর উপজেলা। এখন পর্যন্ত সদর উপজেলায় ১৩৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। এ ছাড়া শৈলকুপায় ১৫ জন, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৫, হরিণাকুণ্ডুতে ৭ ও মহেশপুরে ৬ জন মারা গেছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, হঠাৎ করেই ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েছে। গত ২ দিনে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। ২৩ জুলাই হাসপাতালে ৮৭ জন রোগী ভর্তি ছিলেন। বর্তমানে সেখানে রোগী ভর্তি রয়েছেন ১০৬ জন।