টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘টিকা নিয়ে বড় বড় পণ্ডিতেরা বললেন না, এই যে জি–৭ দেশগুলো বলল ১০০ কোটি ডোজ টিকা দেবে। গল্পই শুনতেছি। কিন্তু দেওয়ার নামে তো কোনো আগ্রহ দেখি না। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই।’

আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন দেশ থেকে টিকা দেওয়ার বিষয়ে সবশেষ অগ্রগতি জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। ১০ জুন এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী টিকা প্রসঙ্গে বলেছিলেন, ‘সবাই বলে দেবে। কিন্তু হাতে আসছে না।’

টিকা নিয়ে সুখবর আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর যে পাব। কখন পাব, কতটুকু পাব, এটা এখনো আমরা কনফার্ম হতে পারিনি।’

টিকা এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।’

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘টিকা মজার জিনিস। সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই এখন টিকা ব্যবসায়ী। সবাই আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসেন।

আরও পড়ুন

আমরা যেহেতু এটাতে নেই, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যেতে বলি। তখন তাঁরা বলেন, ওনারা কথা শোনে না। আপনারা শোনেন।’