ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। গত ৭ ফেব্রুয়ারি তিনি টিকাও নিয়েছিলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় আজ বুধবার প্রথম আলোকে বলেন, ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন। শফিকুল ইসলাম অসুস্থ বোধ করায় রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৬ মার্চ কিছুটা অসুস্থবোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন ডিএমপি কমিশনার।

করোনাভাইরাসের জন্য দেশব্যাপী টিকা নেওয়া কার্যক্রমের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোহা. শফিকুল ইসলাম টিকার প্রথম ডোজ নেন। টিকা নেওয়ার প্রায় মাসখানেকের মাথায় তিনি করোনায় আক্রান্ত হলেন।