করোনায় আরও ৫ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮৯ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ২৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্য বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ২০ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৫১।

গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষ দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। আগস্টের প্রথম দিকে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।