নওগাঁয় কোভিড রোগীর সংখ্যা ১৪০০ ছাড়াল

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা
প্রতীকী ছবি

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় সাতজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪০০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৫ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন এ বি এম আবু হানিফ।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল। ওই মাসে মোট শনাক্ত হয়েছিলেন ১৪ জন। সংখ্যাটা বেড়ে মে মাসে ১৩৫, জুনে ৪৫২, জুলাই মাসের শেষে ১০১৪, আগস্টে ১১৯৭, সেপ্টেম্বরে ১২৫৪ এবং অক্টোবর মাসের শেষে ১৩৩৩ জনে দাঁড়ায়। চলতি নভেম্বর মাসের ২৬ দিনে নতুন ৬৭ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে।

জেলায় মোট শনাক্ত রোগীর মধ্যে ৫৫৬ জনই নওগাঁ শহর ও এর আশপাশের। এ ছাড়া সাপাহারে ১৩১ জন, পত্নীতলায় ১০৪ জন, মহাদেবপুরে ১১৫ জন, পোরশায় ৮৯ জন, নিয়ামতপুরে ৭৭ জন, ধামইরহাটে ৫৮ জন, মান্দায় ৫৪ জন, রানীনগরে ৬০ জন এবং আত্রাইয়ে ৩৬ জন আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ১১ হাজার ২৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা শেষে ১০ হাজার ৯০৪ জনের ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১ হাজার ৪০০ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হন। এ ছাড়া আক্রান্ত হিসেবে জেলার তালিকাভুক্ত ২৪ জন রোগী মারা গেছেন।

সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, জেলায় করোনা রোগীদের সুস্থ হওয়ার হার সন্তোষজনক। বেশির ভাগ রোগী বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ ও বাড়িতে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকতে বাধ্য করা হচ্ছে।