নাটোরে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু, শনাক্তের হার ৬২ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নাটোরে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণের হার ৬২ শতাংশ। জেলার স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নাটোর সদর হাসপাতালে আবদুর রহমান (৬০) ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামাত দফাদার (৮৫) করোনায় মারা গেছেন। এদিকে সদর হাসপাতালে মোশারফ হোসেন (৫০) ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ইনসার আলী (৫০) করোনার উপসর্গে নিয়ে মারা গেছেন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরের আরও তিনজন মারা গেছেন। তাঁদের মধ্যে একজন সংক্রমিত হয়ে, অন্য দুজন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে তিনজন নাটোরের বাসিন্দা। তবে নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নাটোরের রোগীরা জেলার বাইরে অন্য হাসপাতালেও মারা যাচ্ছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তাঁদের তথ্য জানানো হলে তবেই জেলার দৈনন্দিন প্রতিবেদনে স্থান পাবে। তাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে যে তিনজনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাঁদের এখনো নাটোর জেলার করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে অন্তর্ভূক্ত করা হয়নি।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত নতুন শনাক্ত ৭৭ জনকে নিয়ে জেলায় মোট ২ হাজার ৮০৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেল। করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌর এলাকায় জেলা প্রশাসন ঘোষিত দুই দফা লকডাউনের আজ ১৩তম দিন চলছে। দুই সপ্তাহের লকডাউনের শেষ দিন কাল মঙ্গলবার। এখন পর্যন্ত লকডাউন বৃদ্ধির ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।