প্রকৌশলীদের কোয়ারেন্টাইনে না রাখতে স্যামসাংয়ের অনুরোধ

স্যামসাং
স্যামসাং

ভিয়েতনামের স্যামসাং ডিসপ্লের কারখানায় দক্ষিণ কোরিয়া থেকে আসা ৭০০ প্রকৌশলীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে না রাখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইলেকট্রনিকস, অ্যাপলসহ বেশ কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে ডিসপ্লে সরবরাহ করে থাকে স্যামসাং ডিসপ্লে।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দক্ষিণ কোরিয়া থেকে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখছে ভিয়েতনাম। ভিয়েতনামে অন্যতম বিনিয়োগকারী দেশ হলো দক্ষিণ কোরিয়া। স্যামসাং ডিসপ্লে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ওএলইডি পর্দা তৈরির কাজ করে থাকে, যা স্যামসাং ইলেকট্রনিকস, অ্যাপল ও হুয়াওয়ে ব্যবহার করে থাকে। এতে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখ দেখছে।

এ প্রসঙ্গে স্যামসাংয়ের এক মুখপাত্র জানান, বছরের এ সময়ে কোরিয়া থেকে ভিয়েতনামে প্রকৌশলীদের পাঠানোর প্রস্তুতি নেওয়া হয় প্রতিষ্ঠান থেকে। ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পরিকল্পনা পাল্টে যেতে পারে। এরই মধ্যে এ ব্যাপারে ভিয়েতনাম সরকারের সঙ্গে আলোচনা করছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণকারী প্রকৌশলীদের চিকিৎসা পরীক্ষার প্রতিবেদন দেখালে ছেড়ে দেওয়ার আবেদন জানায় তারা। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে এ ক্ষেত্রে পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছে। সূত্র: রয়টার্স