ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৬ জনের করোনা শনাক্ত

ফেনী জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ফেনী জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের আরটি–পিসিআর ল্যাব থেকে ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক শূন্য ৭। নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ফেনী সদর উপজেলার ৯০ জন, দাগনভূঞার ১৮, ছাগলনাইয়ার ৩৬, পরশুরামের ১৮ ও ফুলগাজীর ১৪ জন রয়েছেন। জেলায় চলতি জুলাই মাসে ১২ দিনে ২ হাজার ৬৪৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৪ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৫৫। জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৫২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৮০ জন।

জেলা সিভিল সার্জন রফিক উস সালেহীন বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৯ জন করোনা রোগী ভর্তি। ফেনী জেনারেল হাসপাতালে ২৯ জন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ১ জন করোনা রোগী চিকিৎসাধীন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী বলেন, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিটে রোগী আছেন ১২৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৯ ও উপসর্গ নিয়ে ৯৮ জন চিকিৎসাধীন। ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি নেই। শয্যা পাওয়ার জন্য রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত ধরনা দিচ্ছেন।