বিএসএমএমইউতে করোনার পরীক্ষা হয়েছে ১ লাখ ৪০ হাজার

বিএসএমএমইউ
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১ লাখ ৪০ হাজার ৪৫৪ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। এই হাসপাতালের ফিভার ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৯৪ হাজার ৮২২ জন। আর করোনা ইউনিটে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৬২২ জন।

আজ রোববার বিএসএমএমইউর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রকোপের পর থেকে আজ সকাল আটটা পর্যন্ত এই হাসপাতালে করোনার চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৪ হাজার ৮৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১৫০ জন। বর্তমানে এখানে ভর্তি আছেন ৬৪ জন রোগী এবং আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) আছেন তিনজন রোগী। গত ২৪ ঘণ্টায় বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন চারজন।

বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ আজ সকালে ডি-ব্লক, ই-ব্লকসহ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও ক্যাম্পাস ঘুরে দেখেন। এ সময় উপাচার্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এক সভায় উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউতে নার্সিং সেবার মান আরও উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য যথাযথ মনিটরিং ও সুপারভিশন নিশ্চিতে প্রয়োজনীয়সংখ্যক সহকারী সেবা তত্ত্বাবধায়ক, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্সদের আবাসিক সমস্যা সমাধানসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সভায় বিএসএমএমইউর সেবা তত্ত্বাবধায়ক সন্ধ্যা রানী সমাদ্দার উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্যের কার্যালয়ে এক প্রশাসনিক সভা হয়। এ সময় বিএসএমএমইউর প্রক্টর মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) মো. নাজমুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।