মতলব উত্তরে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

স্বাস্থ্যকর্মী মো. রাশেদুজ্জামান
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মো. রাশেদুজ্জামান (৩০) নামের এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন করোনাভাইরাসের সংক্রমণে স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মো. রাশেদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মতলব উত্তর উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামে।

পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রাশেদুজ্জামান গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর পরিবারের লোকেরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে এর কিছুদিন পর তাঁকে আইসিডিডিআরবির মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছিল। গতকাল সন্ধ্যা থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন বলেন, তাঁর উপজেলায় আজ মঙ্গলবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৯টি। করোনা পজিটিভ শনাক্ত হয় ২০৪ জনের। এর মধ্যে স্বাস্থ্যকর্মী রাশেদুজ্জামানসহ মারা গেছেন ১১ জন।