মির্জাপুরে কোভিড আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ শ ছাড়িয়েছে। বর্তমানে উপজেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আটজন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে উপজেলাটিতে মোট আক্রান্তের মধ্যে ৪৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। ফলে বর্তমানে শুধু আক্রান্ত রোগী আছেন ৫৯। তাঁরা নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত আটজনের নমুনা গতকাল রোববার ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ সকালে তাঁদের প্রতিবেদন আসে।

ওই আটজনের মধ্যে উপজেলার জামুর্কী ইউনিয়নের দুই তরুণ ছাড়াও একই পরিবারের বাবা, ছেলে ও মেয়ে আছেন। এ ছাড়া, লতিফপুর ইউনিয়নের একজন, উপজেলা সদরের মির্জাগঞ্জ বাজার ও কাণ্ঠালিয়া গ্রামের দুই নারী আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের আশপাশের বাড়ি লকডাউন করাসহ প্রয়োজনীয় পদক্ষেপের প্রস্তুতি চলছে।