করোনায় মৃত্যু ২৮, শনাক্ত ২৪১৯

করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ৪১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৫৯টি। এ সময় দেশের ১১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ছয় হাজার ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যে ২৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ২১ জন পুরুষ, বাকিরা নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে।