চট্টগ্রামে প্রথম দিন টিকা নিলেন ১৯৬ জন মেডিকেল শিক্ষার্থী

আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান। চীনের সিনোফার্মের এই টিকা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ভবনে।
ছবি: সৌরভ দাশ

করোনার সিনোফার্মের টিকা প্রয়োগের প্রথম দিনে আজ শনিবার চট্টগ্রামে ১৯৬ জন মেডিকেল কলেজের শিক্ষার্থী টিকা পেয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের দুটি কক্ষে ছাত্রছাত্রীদের এই টিকাদানের ব্যবস্থা করা হয়।

আজ সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। মেডিকেল শিক্ষার্থীরা তাঁদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই টিকা দিচ্ছেন। এর আগে অবশ্য কলেজে নাম নিবন্ধন করতে হচ্ছে। এ পর্যন্ত ৩ হাজার ৮২০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন বলে চমেক অধ্যক্ষ শাহেনা আকতার জানিয়েছেন।

শাহেনা আকতার বলেন, চট্টগ্রামে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলে এখন পর্যন্ত প্রায় চার হাজার শিক্ষার্থী নাম তালিকাভুক্ত করেছেন। আগামীকাল থেকে আরেকটি কক্ষ বাড়িয়ে মেডিকেল শিক্ষার্থীদের বাইরের অগ্রাধিকার গ্রুপকে টিকা দেওয়া হবে।

এর আগে ফেব্রুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু হয় চট্টগ্রামে। তখন আট লাখ টিকা দেওয়া হয়েছিল চট্টগ্রামে।