রাজশাহী বিভাগে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষার অনুপাতে প্রায় ২০ শতাংশ ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়। বিভাগটিতে সংক্রমণের এই হার চলতি বছরের মধ্যে সর্বোচ্চ, তবে বিভাগে টানা চার দিন করোনায় কেউ মারা যাননি।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় অর্ধেকে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্ত ১৯ দশমিক ৯৩ শতাংশ। এটি চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৭। অর্থাৎ আগের দিনের তুলনায় বিভাগে নমুনা পরীক্ষা কমেছে, সঙ্গে করোনা শনাক্তের পরিমাণ কিছুটা কমলেও শনাক্তের হার আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৭৭ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৬২ জন, বগুড়ায় ৫৬, নওগাঁয় ২২, পাবনায় ১৯, নাটোরে ৯, জয়পুরহাটে ৪, চাঁপাইনবাবগঞ্জে ৩ ও সিরাজগঞ্জে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
মহামারি শুরুর পর রাজশাহী বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৬৮৬ জন, মারা গেছেন ১ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ২৬৮ জন। বাকিরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা কম হলেও শনাক্ত ও শনাক্তের হার বেড়েছে। করোনার সংক্রমণ ধীরে ধীরে আবার সব জেলাতে ছড়িয়ে পড়েছে। টিকা নেওয়ার পাশাপাশি এ জন্য মাস্ক পরতে হবে। ভিড় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।