সাবেক তথ্যমন্ত্রী ইনু করোনায় আক্রান্ত

হাসানুল হক ইনু

সাবেক তথ্যমন্ত্রী, ১৪-দলীয় জোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সাংসদ হাসানুল হক ইনু করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল। এখন পর্যন্ত তেমন কোনো জটিলতা দেখা দেয়নি।

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ুম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে নমুনা জমা দেন তিনি। নমুনা পরীক্ষার পর দুপুরে তাঁর করোনা শনাক্ত হয়। একই দিন একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ফল নেগেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বাসায় ৭২ ঘণ্টা আইসোলেশনে থেকে আবার নমুনা পরীক্ষা করালে করোনা শনাক্ত হয় তাঁর।

জাসদ সূত্র বলছে, গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন সাবেক তথ্যমন্ত্রী। পরদিন শনিবার তাঁর তৃতীয়বার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক মহিউদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন। চিকিৎসক আলী হোসেন ও খায়ের মর্তুজা তাঁর চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কোভিড-সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকেরা তাঁকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা প্রদান করছেন।

এ নিয়ে এখন পর্যন্ত জাতীয় সংসদের ৭৫ জন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।