সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৬৭ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ জনের। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫২ জন। আক্রান্ত ৩৩ জনের মধ্যে ৩২ জন ও মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

আজ রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়ার পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩২ জন ও হবিগঞ্জ জেলায় ১ জন রয়েছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৫৩ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪১৮ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৫০ জন।

একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৩৫ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন ও সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ২ জন। রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ২০৫ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬৫৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২ হাজার ২১১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ জন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৩৬৭ জন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯৪ জন মারা গেছেন, সুনামগঞ্জ জেলায় মারা গেছেন ২৭ জন, হবিগঞ্জ জেলায় ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৮ জন।

এদিকে রোববার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্ত ২১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন চিকিৎসাধীন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করে জানান, সিলেট বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নগামী, যা চলমান লকডাউনের প্রভাব বলা যায়। তবে বর্তমানে ঈদে ঘোরাঘুরি ও কেনাকাটার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে ঘর থেকে বাইরে বের হলে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মাস্ক ব্যবহারসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।