গাজায় হামলার সম্মিলিত প্রতিবাদ জানাতে রাষ্ট্রীয় সভার আহ্বান হেফাজতের

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে ও বিচারের দাবিতে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব দরবারে সম্মিলিত প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। এ জন্য দেশের সব রাজনৈতিক দল ও  ধর্মীয় সংগঠনকে সঙ্গে নিয়ে এক রাষ্ট্রীয় সভার আয়োজন করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এ প্রস্তাব দেন।

বিবৃতিতে হেফাজতের আমির বলেন, পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ সমর্থনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি এই হামলার নিন্দা জানিয়ে হামলায় হতাহত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনকে সঙ্গে নিয়ে এক রাষ্ট্রীয় সভার আয়োজন করতে সরকারকে প্রস্তাব দেন। সেখানে সবার বক্তব্য শুনে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করে সরকার যেন বিশ্ব দরবারে জানিয়ে দেয়, বাংলাদেশ এই গণহত্যার অবসান চায় ও গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার চায়।

হেফাজত আমির আরও বলেন, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী দখলদার ইসরায়েল যে গণহত্যা চলাচ্ছে, সেটি কেন্দ্রীভূত হয়েছে গাজা উপত্যকায়। নির্বিচার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে শিশু, নারী, বৃদ্ধ ও পঙ্গু বেসামরিক মানুষের ওপর। পশ্চিমা সভ্যতার নামে যারা বিশ্ব শাসন করছে, তাদের প্রত্যক্ষ সমর্থনে ২৩ লাখ গাজাবাসীর ওপর চলছে নিষ্ঠুর গণহত্যা। মানুষ এভাবে নির্বিচার পশুও হত্যা করে না। তিনি ইসরায়েলের নিষ্ঠুর এ অপরাধের শাস্তি দিতে মহান আল্লাহর দরবারে বিচার চান।
বিশ্ববাসীর চোখের সামনে চলমান এই পৈশাচিকতা, বর্বরতা, গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানান বাবুনগরী। তিনি বলেন, এটা মানবতাবিরোধী অপরাধ। দুনিয়ার বুকে এই গণহত্যার বিচার হতে হবে।