উত্তরার মসজিদে ইমামতি করেছেন পলাতক জঙ্গি

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য তরিকুল ইসলামকে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি–টেররিজম ইউনিট (এটিইউ)। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয় বছর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান তরিকুল। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এটিইউ বলছে, তরিকুল আনসার আল ইসলামের সক্রিয় সদস্য থাকা অবস্থায় ২০১৬ সালে গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। এ সময় পরিচয় লুকিয়ে তিনি উত্তরার একটি মসজিদে ইমামতি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।

অ্যান্টি–টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা আছে।