কলেজছাত্র হত্যায় আরেক আসামি গ্রেপ্তার

খুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামের এক কলেজছাত্র খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে প্রিয়ম বিশ্বাস (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে নগরের সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ পর্যন্ত মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার প্রিয়ম হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েকজনের মধ্যে একজন। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়ও দেখা যায়, আসকারকে ছুরিকাঘাতের সময় ধরে রেখেছিলেন প্রিয়ম, যাতে দৌড়ে পালাতে না পারেন। আসামি প্রিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার প্রিয়মের বিরুদ্ধে ২০১৯ সালে প্রতিপক্ষকে ছুরিকাঘাতের মামলা রয়েছে। ২০১৯ সালে করা দ্রুত বিচার আইনের এ মামলা বিচারাধীন।

গত শুক্রবার রাতে নগরের জামালখান চেরাগী মোড় এলাকায় আসকারকে ছুরিকাঘাতে খুন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ভাসমান দোকানে চাঁদাবাজি ও আড্ডার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আসকার নগরের বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। ওই কলেজছাত্র ছাত্রলীগ কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন আসকারের বাবা তারেক। আসামিদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে।