খাবারের লোভ দেখিয়ে ছেলেশিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় নয় বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রাজু আহমেদ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে ওই শিশু খেলছিল। রাজু শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান। শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং মা–বাবার কাছে ঘটনাটি প্রকাশ করে। সন্ধ্যায় থানায় শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।  

স্থানীয় লোকজনের বরাত দিয়ে বাগমারা থানার পুলিশ জানায়, রাজু আহমেদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মাধ্যমিক পাস করার পর লেখাপড়া ছেড়ে দিয়ে বখাটেপনা শুরু করেন তিনি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মামলা দায়েরের পরপরই আসামি রাজু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে।