গাইবান্ধায় মাদক মামলায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ঠান্ডা মিয়া (৪০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার আরজি সাহাপুর গ্রামের মনতাজ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় ঠান্ডা মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর মাদক কেনাবেচার খবর পেয়ে ঠান্ডা মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঠান্ডা মিয়ার শরীরে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।