ছোটদের ফুটবল খেলা নিয়ে বড়দের সংঘর্ষে তরুণ নিহত

লাশ
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালাবহরপুর গ্রামে ছোটদের ফুটবল খেলা নিয়ে বড়দের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হন ২০ জন। তাঁদের মধ্যে গুরুতর ছয়জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, কালাবহরপুর গ্রামে গত শুক্রবার ছোটদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলা চলার সময় কিশোর ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের নোবেল মিয়ার হাতাহাতি হয়। ঘটনাস্থলে তা মীমাংসাও হয়। কিন্তু এ ঘটনার সূত্র ধরে গতকাল রোববার রাত ১০টার দিকে কালাবহরপুর গ্রামের সারং বাজারে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত দেলোয়ার হোসেনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া সংঘর্ষে গুরুতর আহত কালাম মিয়া (৫০), আবদুল হামিদ (৩৯), আবদুল বাসিত (৪৫), রিপন মিয়া (৩৫), আবদুল মমিন (৩১) ও সুমন মিয়াকে (২২) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।