ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একজনকে চার বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই রায় দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

দণ্ডিত আসামি হলেন দীপু কুমার দাস। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৪ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলাটি হয়।

পরে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে শাহজাহানপুর থানাকে নির্দেশ দেন আদালত। পুলিশ মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৯ মে দীপু কুমারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্র আমলে নিয়ে ওই বছরের ৫ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় দীপু কুমার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।