ভালুকায় মাদকবিরোধী অভিযানে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তাঁর নাম জালাল উদ্দিন (৩৮)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হবিরবাড়ি ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালালের বাড়ি ছিল ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামে।

পুলিশের ভাষ্য, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামে রউফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন খবর ছিল তাদের কাছে। এরই ভিত্তিতে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ ও ভালুকা মডেল থানা-পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করে জালালকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহত জালালের নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২০০টি ইয়াবা বড়ি, চারটি গুলির খোসা, একটি রামদা এবং মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।