মিটফোর্ড থেকে পালিয়ে শ্বশুরবাড়ি, তারপর গেলেন কই

মিটফোর্ড হাসপাতাল
ছবি: প্রথম আলো

ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে যে কয়েদি পালিয়ে গিয়েছিলেন, তিনি গাজীপুরে শ্বশুরবাড়িতে গেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে মিন্টু মিয়া (২৮) নামের ওই কয়েদি পালিয়ে যান।

মিন্টু মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদকদ্রব্য বিষয়ক মামলার আসামি।

আরও পড়ুন

চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাঁকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে গতকাল শুক্রবার রাতে তাঁকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তাঁর ছেলেদের সঙ্গে দেখা করতে মিন্টু মিয়া গাজীপুরে গেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্বশুরবাড়িতেও এখন নেই। শ্বশুরকে বলে গিয়েছেন যে তিনি টাঙ্গাইলে ফিরে যাবেন। আমরা তাঁকে বিকেলের মধ্যেই ধরতে পারব বলে আশা করি। চারদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

আরও পড়ুন

মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।