রাজধানীতে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

যৌন নিপীড়ন
প্রতীকী ছবি

রাজধানীতে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

রামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ওই শিশু ও তার মা–বাবার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ক্লাস চলার সময় ওই শিক্ষক কিছুদিন ধরে ১০ বছর বয়সী এক ছাত্রকে টয়লেটে নিয়ে ধর্ষণ করে আসছিলেন। মা-বাবা তাঁদের ছেলেকে (ওই ছাত্রের) পড়ানোর জন্য এলাকার একজন শিক্ষক ঠিক করেন। কিন্তু ওই শিক্ষক না এসে তিনি স্কুলের ওই শিক্ষককে (অভিযুক্ত) ছাত্রটির বাসায় পাঠান। শিশুটি শিক্ষককে দেখে ভয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করে বলে ওঠে, ‘তিনি আমাকে (শিক্ষক) মেরে ফেলবেন। তার কাছে পড়ব না।’

প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘স্কুলে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিটভি) আছে। ছাত্রের মা–বাবা এ ব্যাপারে জানালে আমরা সিসিটিভি দেখে জড়িত শিক্ষককে খুঁজে বের করতে পারতাম। আজ ছাত্রের মা–বাবা রামপুরা থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর থানার ওসি ফোন করলে আমরা শিক্ষককে রামপুরা থানা-পুলিশের হাতে তুলে দিই।’

সন্ধ্যায় যোগাযোগ করা হলে রামপুরা থানার ওসি জানান, শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।