হত্যা মামলায় করিমউদ্দিন ভরসার ছেলের মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্ট
ফাইল ছবি

সাবেক সাংসদ করিমউদ্দিন ভরসার এক ছেলেকে হত্যার ঘটনায় করা মামলায় আরেক ছেলেকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
পরে আইনজীবী মো. হাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, মামলায় ২০০৯ সালের ২০ মে আসামি কবিরুলকে গ্রেপ্তার করা হয়। পরের বছরের ৮ সেপ্টেম্বর তিনি জামিনে বের হন। পরে আদালতে হাজির না হওয়ায় ২০১১ সালের ১৩ জুন তাঁকে পলাতক ঘোষণা করা হয়। পলাতক হিসেবে ওই মামলায় কবিরুলের বিচার হয়।

আইনজীবীর তথ্যমতে, ২০০৯ সালের ২৭ এপ্রিল করিম উদ্দিনের ভরসা ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে রাজধানীর বিজয়নগরের ব্যবসায়িক অফিসে গুলি করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। পরে খায়রুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন দিবাগত রাতে (২০০৯ সালের ২৮ এপ্রিল) খায়রুলের স্ত্রীর ভাই পল্টন থানায় মামলা করেন। মামলায় ২০১৬ সালের ১১ এপ্রিল কবিরুলকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত মহানগর দায়রা জজ (চতুর্থ আদালত, ঢাকা)। আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ওই বছরই হাইকোর্টে আসে; যা পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।