জাহিদুল হত্যা: প্রধান আসামি মেহরাজ পাঁচ দিনের রিমান্ডে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার মেহেরাজ ইসলামছবি: র‌্যাবের সৌজন্যে

ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার বিকেলে এ আদেশ দেন।

পুলশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাহিদুল ইসলাম হত্যা মামলায় মেহরাজ ইসলামকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন নাকচের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মেহরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করে র‌্যাব। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলাম হত্যা মামলায় ১৬৪ ধারায় গতকাল জবানবন্দি দেন মো. মাহাথির হাসান (২০) নামের এক আসামি। এ ছাড়া আল কামাল শেখ ওরফে কামালও আদালতে জবানবন্দি দিয়েছেন।

মাহাথির হাসান জবানবন্দিতে বলেছেন, হত্যার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন। পূর্বপরিচিত দুজন নারী শিক্ষার্থী ফোন করে অভিযোগ করেছিলেন যে জাহিদুল তাঁদের দেখে অশোভন ভঙ্গি ও হাসাহাসি করেছেন। তাই তিনিসহ তিনজন ঘটনাস্থলে যান। পরে ওই দুই নারী শিক্ষার্থীর পূর্বপরিচিত মেহেরাজ ইসলামসহ অন্যরা জাহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পুলিশ বলছে, ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।