তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন আবদুর রউফ, রাজু ও ফারুক মিয়া।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক শাহিনুর রহমান আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তুরাগের ফুলবাড়িয়ার টেকপাড়ায় যায়। পরে আবদুর রউফ নামের এক মাদক কারবারি শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় গ্রেপ্তার আসামিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।