রঙের কাজের নামে বাসাবাড়ি রেকির পর ডাকাতি করেন তাঁরা

ডাকাত দলের গ্রেপ্তার দুই সদস্য
ছবি: সংগৃহীত

বিভিন্ন বাসাবাড়িতে রংমিস্ত্রির কাজ করেন ৩৭ বছর বয়সী মো. রাশেদ। কাজের ফাঁকে বাসার কোথায় মূল্যবান জিনিস রাখা আছে সেটির খোঁজ করেন। ওই বাসায় ঢোকা ও বের হওয়ার পথের বিষয়েও বিস্তারিত তথ্য নেন। সেই তথ্য তিনি জানিয়ে দেন ডাকাত দলের প্রধান ৩৩ বছর বয়সী উজ্জল হোসেনকে। তারপর উজ্জল দলের বাকি সদস্যদের নিয়ে ডাকাতি করেন।

ডাকাত দলের প্রধান উজ্জল হোসেন ও তাঁর সহযোগী রাশেদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৩। র‌্যাব বলছে, গতকাল সোমবার বিকেলে ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও তিনটি ককটেল উদ্ধার করা হয়।

ডাকাত দলের প্রধানসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি জানাতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব-৩। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এই চক্রে অন্তত ১০ জন সদস্য রয়েছেন। উজ্জলের নেতৃত্বে গড়ে ওঠা এ দলটি বাসাবাড়ি ছাড়াও মহাসড়কে বিভিন্ন গাড়িতে ডাকাতি করে। দলের প্রধান উজ্জলের নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর দৃশ্যমান পেশা ব্যানার ও বিলবোর্ড তৈরি। এর আড়ালে তিনি ডাকাত দল গড়ে তুলেছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাত দলটির সদস্যরা লুট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে যুক্ত বলেও জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, চক্রের সদস্যরা মূলত ডেমরা, শনির আখড়া, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকায় ডাকাতি করেন। গত পাঁচ মাসে ঢাকা ও নারায়ণগঞ্জে সাতটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে এ দলটি।

র‌্যাব জানায়, ডাকাত দলের সদস্যরা বিভিন্ন এলাকায় শ্রমিকের ছদ্মবেশে ঘুরে ডাকাতির জন্য বাড়ি বা অ্যাপার্টমেন্ট ঠিক করেন। সর্বশেষ গতকাল ডেমরার এক প্রবাসীর বাড়িতে উজ্জলসহ চক্রের চারজন ডাকাতি করতে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ডাকাত দলটি সর্বশেষ যে বাড়িটিকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, সেটি চারতলা। মালিক প্রবাসে থাকেন। তাঁর স্ত্রী ওই বাড়ির অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে দোতলার একটি ফ্ল্যাটে একা থাকতেন। ডাকাত দলটি গত এপ্রিল থেকে এ বাড়িটিকে লক্ষ্যবস্তু বানায়। কয়েকবার ওই বাড়ির ডিশ সংযোগের তার কেটে দেন তাঁরা। তারপর ডিশ সংযোগ ঠিক করার নাম করে বাড়িটি রেকি করে ডাকাতির প্রস্তুতি নেন।