জাল নোট তৈরি করে ফেসবুকে বিক্রি, গ্রেপ্তার ৩

অপরাধ
প্রতীকী ছবি

জাল নোট তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ওই তিনজন হলেন শাহজাদা আলমকে (৩৩), মাহেদী হাসান (১৯) ও আবু হুরায়রা ওরফে তুষার (২২)। এই তিনজনের মধ্যে চক্রের প্রধান শাহজাদা আলম। অপর দুজন তাঁর সহযোগী। গতকাল সোমবার দুই লাখ টাকার জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জামসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এই তিনজন জাল নোট তৈরি করে ফেসবুকে বিক্রি করতেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, শাহজাদা সহযোগীদের নিয়ে ছয় মাস ধরে জাল টাকা তৈরি করছিলেন। এসব জাল নোট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্রি করতেন তাঁরা।

জাল নোট কিনতে আগ্রহী এমন ব্যক্তিদের সঙ্গে ফেসবুক পেজ ও গ্রুপ ব্যবহার করে যোগাযোগ করতেন শাহজাদা ও তাঁর সহযোগীরা। পরে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে দেখা করে জাল নোট দিতেন।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার মাহেদী ফটোশপ এবং গ্রাফিকসের কাজ জানতেন। অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে জাল নোট তৈরির কৌশল রপ্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিনজনের পরিচয় হয়। এরপর তাঁরা জাল নোট তৈরির কাজ শুরু করেন।

র‌্যাব বলছে, চক্রের প্রধান গ্রেপ্তার শাহজাদার গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তিনি ২০০৮ সালে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগদান করেন। নৈতিক স্খলন ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০২০ সালে তিনি চাকরিচ্যুত হন।