কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড

আদালতপ্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ বুধবার এ রায় দেন। প্রথম আলোকে ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী সৎবাবা ও মায়ের সঙ্গে কেরানীগঞ্জে বসবাস করত। কিশোরীর সৎবাবা তাকে দুই দফা ধর্ষণ করে।

আরও পড়ুন

এ ঘটনায় কিশোরীর সৎবাবার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার মা। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৭ মে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এ মামলায় আটজন সাক্ষীকে আদালতে হাজির করে পুলিশ।