শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে বাউফলে দুই কিশোরকে হত্যা

নাফিজ ও মারুফ
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। নবম ও দশম শ্রেণির দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল সোমবার নরসিংদীর রায়পুরা থেকে এক আসামি এবং ঢাকার পল্লবী থেকে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৫ বছর।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে।

আরও পড়ুন

র‍্যাব আরও বলেছে, ২২ মার্চ পটুয়াখালীর বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ হোসেন বাপ্পী এবং নাফিজ মোস্তফা আনছারী খুন হয়। এ ঘটনায় বাউফল থানায় একটি হত্যা মামলা হয়।

আরও পড়ুন

র‍্যাব জানায়, ওই দিন বিদ্যালয়সংলগ্ন পাংগাশিয়া ব্রিজের কাছাকাছি গিয়ে মারুফ ও  নাফিজের গতি রোধ করে অন্য শিক্ষার্থীরা। এরপর তাদের ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারুফ ও নাফিজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন