চট্টগ্রামে সোনার বার উদ্ধারের মামলায় চীনা নাগরিকের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে সোনার বার উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় এক চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নেছা এই রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম প্যান রংগুই। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ মে সকালে দুবাই থেকে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটের যাত্রী ছিলেন চীনা নাগরিক প্যান রংগুই। তাঁর ব্যাগ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়।

সোনার বার উদ্ধারের ঘটনায় বিমানবন্দর কাস্টম হাউসের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন।

একই বছরের সেপ্টেম্বরে প্যান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০২১ সালের ৮ ফেব্রুয়ারি প্যান রংগুইয়ের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় দিলেন আদালত।