অল্প সময়ে ধনী হতে প্রতারণায় নেমেছিলেন তাঁরা

র‍্যাবের হাতে গ্রেপ্তার ৯ ব্যক্তিছবি: র‍্যাবের সৌজন্যে

বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে এক বছরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‍্যাব-১০।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসমাইল মাতুব্বর (২১), ইব্রাহীম মাতুব্বর (২৭), মতিউর রহমান (১৯), সিনবাদ হোসেন (২৪), সুমন ইসলাম (২০), মাহমুদুল হাসান (২০), সাব্বির খন্দকার (১৯), মো. সাকিব (১৯) ও রাসেল তালুকদার (২৩)।

র‍্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, কেরানীগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই ৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মুঠোফোন, সিম কার্ড, ল্যাপটপ ও টাকা উদ্ধার করা হয়েছে। তাঁরা অল্প সময়ে ধনী হওয়ার জন্য এ প্রতারণায় নেমেছিলেন।

ফরিদ উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, এই চক্রের নেতা ইসমাইল। তাঁরা সাধারণ মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করতেন। পরে কৌশলে তাঁদের মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতেন। এই টাকা সবাই মিলে ভাগ করে নিতেন। চক্রটি এক বছরে দেশের বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তির কাছ থেকে ২০-২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। অল্প সময়ে ধনী হওয়ার আশায় এ প্রতারণায় নেমেছিলেন চক্রটির সদস্যরা।