ভগ্নিপতির হাতে শ্যালক খুন হওয়ার অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভগ্নিপতির রডের আঘাতে শ্যালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত ব্যক্তির নাম শাকিল মিয়া (১৮)। পুলিশ ও পরিবারের তথ্যমতে, শাকিল পেশায় ভাসমান হকার ছিলেন। তিনি সোহরাওয়ার্দী উদ্যানে শরবত বিক্রি করতেন। থাকতেন রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়। তাঁর ভগ্নিপতি বাবুও পেশায় ভাসমান হকার।

নিহত ব্যক্তির বড় ভাই শাহিন মিয়ার ভাষ্য, তিনি জানতে পেরেছেন, টাকার লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে আজ সোমবার ভোরে সোহরাওয়ার্দী উদ্যানে শাকিলের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বাবু একটি রড দিয়ে শাকিলকে আঘাত করেন। এতে শাকিল জ্ঞান হারান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, আজ ভোরে গুরুতর আহত অবস্থায় শাকিলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য শাকিলের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, টাকার লেনদেন ও পারিবারিক বিরোধের জেরে শ্যালক-ভগ্নিপতি নিজেদের মধ্যে মারামারি শুরু করেন বলে জানা গেছে। এতে শ্যালক গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।