রাজধানীর দক্ষিণখানে বাকিতে সিগারেট না দেওয়ায় তৌফিক নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে দোকানি রাফসান হোসেন (১৭) নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দক্ষিণখানের গাওয়াইর এলাকার ‘আলামিন টি স্টোরে’ এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী বলেছেন, এ ঘটনায় তৌফিককে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়েছে।
নিহত ব্যক্তির বড় ভাই আলামিন জানান, গত মঙ্গলবার বিকেলে তৌফিক দোকানে এসে বাকিতে সিগারেট চেয়েছিলেন। কিন্তু রাফসান তাঁকে বাকি দেয়নি। এ নিয়ে গতকাল বিকেলে ওই ‘বখাটে’ দোকানে এসে তর্ক শুরু করেন। একপর্যায়ে রাফসানকে ছুরিকাঘাত করেন তৌফিক।
রাফসানদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবার নাম মুসলিম মিয়া। গাওয়াইর স্কুল রোডে পরিবারের সঙ্গে থাকত সে। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাফসান ছোট ছিল।