শঙ্কা বাড়াচ্ছে অবৈধ অস্ত্রের ব্যবহার

প্রতীকী ছবি

রাজনৈতিক কোন্দলে গত তিন মাসে কুমিল্লা, খুলনা, লক্ষ্মীপুরে একাধিক খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, এসব খুনের ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

অপরাধবিশেষজ্ঞদের মতে, কারা অবৈধ অস্ত্র দেশে আনছেন, কারা কিনছেন, কারা ব্যবহার করছেন—সার্বিকভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

পুলিশের বিশেষ শাখার (এসবি) হালনাগাদ বৈধ অস্ত্রের তথ্যভান্ডার ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (এফএএমএস) সূত্র থেকে জানা যায়, দেশে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে ৪৪ হাজার ১০৪টি। এর মধ্যে ৪০ হাজার ৭৭৭টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত।

দেশে প্রচুর অবৈধ অস্ত্র আসছে—গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় এসব কথা উঠে আসে। সভায় বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার জানতে পেরেছে, বর্তমানে দেশে প্রচুর অবৈধ অস্ত্র আসছে। এ অবৈধ ও বেআইনি অস্ত্র উদ্বেগজনক। এসব অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয় ওই সভা থেকে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক সহিংসতা, হত্যা, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে। এসব অস্ত্রের একটি অংশ আসে ভারত থেকে। এ ছাড়া বিমানবন্দর ও সমুদ্রবন্দর দিয়েও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসা ঠেকাতে নিরাপত্তা জোরদার ও দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালাতে হবে। তা না হলে নির্বাচন ছাড়াও নানা সহিংসতায় এসব অস্ত্র ব্যবহার করবে দুর্বৃত্তরা।

সারা দেশে কত অবৈধ অস্ত্র রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার সঠিক তথ্য নেই। তবে পুলিশের বিশেষ শাখার (এসবি) হালনাগাদ বৈধ অস্ত্রের তথ্যভান্ডার ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (এফএএমএস) সূত্র থেকে জানা যায়, দেশে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে ৪৪ হাজার ১০৪টি। এর মধ্যে ৪০ হাজার ৭৭৭টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত।

বছরজুড়েই অবৈধ অস্ত্র উদ্ধার করে র‍্যাব। যেহেতু নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

গত তিন বছরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ২ হাজার ৪০৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গত বৃহস্পতিবার পাওয়া তথ্যমতে, ২০২১ সালে ৮৪৬টি অস্ত্র উদ্ধার করা হয়। পরের বছর উদ্ধার হয় ১ হাজার ৩৯৪টি অস্ত্র। আর চলতি বছর এ পর্যন্ত ১৬৭টি অস্ত্র উদ্ধার হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।

যদিও গত তিন বছরে পুলিশ সারা দেশ থেকে কত অবৈধ অস্ত্র উদ্ধার করেছে, তার সংখ্যা পাওয়া যায়নি। বিষয়টি জানতে পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বার্তা পাঠিয়ে তথ্য চাইতে বলেন। মুঠোফোনে গত বুধবার বার্তা পাঠানো হয়। তবে গতকাল শুক্রবার রাত নয়টা পর্যন্ত তিনি সাড়া দেননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধার করেন। অস্ত্রের বাহকদের বিরুদ্ধে মামলা করেন। কারা অস্ত্র নিয়ে আসছেন, কারা কিনছেন, কারা ব্যবহার করছেন—এর কিছুই তদন্ত করে বের করা হয় না। ফলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হচ্ছে না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক তৌহিদুল হক

বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) সীমান্তে অবৈধ অস্ত্র উদ্ধার করে। বিজিবির ওয়েবসাইটের তথ্যমতে, চলতি বছর প্রথম ৩ মাসে তারা ৩৯টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রথম আলোকে বলেন, ‘বছরজুড়েই অবৈধ অস্ত্র উদ্ধার করে র‍্যাব। যেহেতু নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

রাজনৈতিক সহিংসতায় অবৈধ অস্ত্র

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ২০২২ সালে দেশে ৪৭৫টি রাজনৈতিক সহিংসতায় ৭০ জন মারা গেছেন। আর চলতি বছরে প্রথম তিন মাসে রাজনৈতিক সহিংসতায় একাধিক খুনের ঘটনা ঘটেছে।

খুলনায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনছার উদ্দীনকে (৬০) গত ২৪ মার্চ গুলি করে হত্যা করা হয়। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে রাজনৈতিক দ্বন্দ্বে গত ৩০ এপ্রিল যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে।

রাজনৈতিক কোন্দলের জের ধরে ২৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যাকে গুলি করে হত্যা করা হয়।

জানতে চাইলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দুজনকে গুলি করে হত্যায় একাধিক অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক তৌহিদুল হক প্রথম আলোকে বলেন, নানা অপরাধ কর্মকাণ্ডে অবৈধ অস্ত্রের ব্যবহার হয়। তবে জাতীয় নির্বাচনের আগে ভোটের মাঠের নিয়ন্ত্রণ ও ক্ষমতা ধরে রাখতে অবৈধ অস্ত্রের ব্যবহার হয়। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধার করেন। অস্ত্রের বাহকদের বিরুদ্ধে মামলা করেন। কারা অস্ত্র নিয়ে আসছেন, কারা কিনছেন, কারা ব্যবহার করছেন—এর কিছুই তদন্ত করে বের করা হয় না। ফলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হচ্ছে না।’