আনোয়ারুল হত্যা: ঢাকায় আটক ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আনোয়ারুল আজীমছবি: জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে নেওয়া

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ঢাকা থেকে আটক তিন ব্যক্তিকে অপহরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ তিন ব্যক্তি হলেন সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও শিলাস্তি রহমান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশ ইতিমধ্যে যে তিনজনকে আটক করেছে, তাঁরা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যায় তাঁরা সরাসরি জড়িত। যেহেতু আনোয়ারুল আজীমের মেয়ে তাঁর বাবাকে অপহরণের অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন, সেই কারণে তিনজনকে অপহরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে তাঁর পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে ওই বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছিলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম ভারতে খুন হয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে বাংলাদেশিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।