ফোন করে উড়োজাহাজে বোমা থাকার খবরে যাত্রীদের নামিয়ে তল্লাশি, তবে পাওয়া যায়নি কিছু
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকির পর শুক্রবার বিকেলে ওই উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালিয়ে কোনো বোমা পাওয়া যায়নি। পরে উড়োজাহাজটি নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৭৩) ঢাকা-কাঠমান্ডুগামী একটি উড়োজাহাজে বোমা থাকার হুমকি পাওয়া যায়। এ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়।
উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়। পরে বিমানবন্দরের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। কিন্তু বিমানে কোনো কিছুই পাওয়া যায়নি।
শুক্রবার রাতে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন স্টেশন কর্মকর্তা বলেন, কলটি ছিল ভুয়া। উড়োজাহাজটিতে কোনো বোমা বা কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ভুয়া কল। পরে যাত্রীদের বোর্ডিং করিয়ে উড়োজাহাজটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে। এ ছাড়া কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখছে বেবিচক।