কমলাপুর রেলস্টেশনে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ছয় বছর আগে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে এক কিশোরীকে (১৭) ধর্ষণের পর হত্যার দায়ে মারুফ হাসান (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫–এর বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম আজ বৃহস্পতিবার এ রায় দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কামাল হোসেন। রায় ঘোষণার পর মারুফ হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৯ আগস্ট রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের পরিত্যক্ত বগির শৌচাগার থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে থানা-পুলিশ। ওই কিশোরী পঞ্চগড়ের বাসিন্দা ছিল। লাশ উদ্ধারের পর কিশোরীর চাচা বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মারুফ হাসানকে একমাত্র আসামি করা হয়। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২০ জুন মারুফ হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে অভিযোগপত্র জমা দেন ঢাকা রেলওয়ে থানা–পুলিশের উপপরিদর্শক আলী আকবর।
অভিযোগপত্রে বলা হয়, প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে পঞ্চগড় থেকে ঢাকায় নিয়ে আসেন আসামি মারুফ হাসান। পরে ২০১৯ সালের ১৯ আগস্ট রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনের পরিত্যক্ত বগির শৌচাগারে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যান।
পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ১০ ডিসেম্বর মারুফ হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।