শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া রাজু আহমেদ
ছবি: আসাদুজ্জামান

রাজধানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজু আহমেদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বৃহস্পতিবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার।

রায় ঘোষণার পর রাজুকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথিপত্রের তথ্য বলছে, পাঁচ বছর আগে রাজধানীর সবুজবাগ এলাকায় শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। হত্যার হুমকি দেওয়ায় শিশুটি ধর্ষণের ঘটনা কাউকে জানায়নি। পরে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজুর বিরুদ্ধে সবুজবাগ থানায় ধর্ষণের মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৭ মে রাজুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগপত্রের তথ্য বলছে, শিশুটি যে বাড়িতে থাকত, সেখানে ভাড়া থাকতেন রাজু। শিশুর মা যখন বাসায় থাকতেন না, তখন তাকে ধর্ষণ করেন রাজু।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহামুদা আক্তার প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার শিশুটি পরে একটি সন্তান জন্ম দেয়।

আদালতের নথি বলছে, এ মামলায় আসামির বিচার শুরু হয় ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর। রাষ্ট্রপক্ষ থেকে ১০ সাক্ষীকে আদালতে হাজির করা হয়।