সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিনসহ সাতজন কারাগারে

কারাগারপ্রতীকী ছবি

রাজধানীর রাসেল স্কয়ারের একটি অফিস ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ গ্রেপ্তার ১৪ জনের মধ্যে সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সাতজন শিশু হওয়ায় তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এ আদেশ দেন।

গতকাল শুক্রবার রাতে সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাঁদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন গতকাল রাজধানীর রাসেল স্কয়ারের একটি অফিসে গিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা কিছু টাকাপয়সা ও চারটি কম্পিউটার নিয়ে নেন।

সেনাসদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের আটক করেন। একপর্যায়ে কলাবাগান থানা–পুলিশও ঘটনাস্থলে যায়। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।