চট্টগ্রামের মিরসরাইয়ের সুনীল চন্দ্র দাশ (সাধু) হত্যা মামলার এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম হুমায়ুন কবির। বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শফিকুর রহমান এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি জামিনে গিয়ে পলাতক হয়ে যান। ২০০৭ সালের ১৬ মে গ্রেপ্তারের তিন মাস পর জামিন পান আসামি হুমায়ুন। এরপরে পলাতক হয়ে গেলে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র প্রথম আলোকে জানায়, ২০০১ সালের ৫ নভেম্বর একদল সন্ত্রাসী মিরসরাইয়ের মিঠানলা এলাকায় সাধুর বাড়িতে ঢুকে তাঁর ঘর থেকে বের করে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রাখাল চন্দ্র দাশ বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ গঠনের পর এই মামলায় ২২ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।